শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে একশত কম্বল বিতরণ করেছে কর্নিয়া ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১০ টায় ক্যাম্পাসের ফুটপাতগুলোতে অবস্থানকারী ভিক্ষুক, পাগল, প্রতিবন্ধী, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কালিমুল্লা আল কাফী। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।
কালিমুল্লা আল কাফী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎযাপন করে। শতবর্ষ পূর্তির আনন্দে আমরা এই ক্যাম্পাসে অবস্থানকারী অসহায় মানুষগুলোর জন্যে কম্বল বিতরণ করতে পেরে প্রশান্তি অনুভব করছি। আমরা চেষ্টা করেছি এবং ক্যাম্পাসের সকল হতদরিদ্র মানুষের হাতে কম্বল পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, কর্নিয়া ফাউন্ডেশন করোনার শুরু থেকে এখন পর্যন্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন উৎসবে অসহায় মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে আমরা উদ্যোগ নেই। প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ, দরিদ্র শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়, শিক্ষামূলক কাজ, বৃক্ষরোপণ, সামাজিক পরিবর্তনে আমরা বিভিন্ন উদ্যোগে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জোনায়েদ হোসেন, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক রুবেল হাসান, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য নুরুজ্জামান মাহমুদ বায়জিদ, আহশানুর রশিদ উৎস, লিটন ইসলাম, মোনায়েম হোসেনসহ আরও অনেকে।
Discussion about this post