নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা সংক্রমণ ফের বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্যবিধি না মানলে, বিশেষ করে যথাযথভাবে মাস্ক পরিধান না করলে আবাসিক হল খোলা রাখা এবং সশরীরে ক্যাম্পাস কার্যক্রম পরিচালনা করা যাবে না বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল শনিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়। আজ রবিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য স্বাস্থ্যবিধি বিশেষ করে যথাযথভাবে মাস্ক পরিধান অত্যাবশ্যক। অন্যথায় স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য বিশেষভাবে পরামর্শ দেয়া হলো। নতুবা আবাসিক হল খোলা রাখা এবং সশরীরে ক্যাম্পাস কার্যক্রম পরিচালনা ব্যহত হবে। বিষয়টি অতীব জরুরি।”
জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discussion about this post