অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঘোষিত মুজিববর্ষের সময় বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে সরকার মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছিল।
তবে কোভিড মহামারী এর মধ্যে শুরু হলে এই বর্ষের অনুষ্ঠান আয়োজন ব্যাহত হয়।তারপর ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষের সময়কাল বর্ধিত করা হয়েছিল।
Discussion about this post