অনলাইন ডেস্ক
চট্টগ্রামে খাল ও নালায় পড়ে মৃত্যুর পর এবার সুরক্ষা দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এরই মধ্যে বেশ কয়েকটি খাল খননের কাজও শুরু হয়েছে।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরে থাকা নালা ও বড় খালের তালিকা চেয়ে সিডিএকে চিঠিও দিয়েছে সিটি করপোরেশন।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৪ বছরের বেশি সময় ধরে ৩৬টি খাল ও ৩১০ কিলোমিটার নালা সংস্কারের কাজ করছে সিডিএ। তবে সেখানে নেই কোনো সুরক্ষা দেয়াল। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ৬ মাসে খাল ও নালায় পড়ে মারা গেছেন ৫ জন। এ জন্য সিডিএ ও সিটি করপোরেশনের গাফিলতিকেই দুষছেন এলাকাবাসী।
নালা ও খালে পড়ে মৃত্যুর পর কোনো সংস্থা দায় নিতে রাজি না হলেও বারবার এককভাবে তোপের মুখে পড়তে হয়েছে সিটি করপোরেশনকে। সংস্থাটি এবার সিদ্ধান্ত নিয়েছে বর্ষার আগে কিছু খাল ও নালা খনন করে সুরক্ষা দেয়াল নির্মাণের।
এদিকে সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলছেন, তারা কিছু খাল ও নালায় সুরক্ষা দেয়াল নির্মাণ করছে। তবে বেশি দায়িত্ব নিতে হবে সিটি করপোরেশনকে।
চট্টগ্রাম নগরীতে বর্তমানে ৫৭টি খাল ও ৯ ৫০ কিলোমিটার নালা রয়েছে, যার বেশির ভাগের নেই সুরক্ষা দেয়াল।
Discussion about this post