আন্তর্জাতিক ডেস্ক
করোনা বিধিনিষেধ এবং ভ্যাকসিন বিরোধী আন্দোলনে উত্তাল জার্মানি ও বলিভিয়া। গত সোমবার (১০ জানুয়ারি) রাজপথে নামেন হাজারো বিক্ষোভকারী।
জার্মানির মাগদেবার্গ শহরের রাস্তায় করোনা বিধিনিষেধ এবং ভ্যাকসিন বিরোধী আন্দোলনে নামেন ২ হাজারের বেশি মানুষ। এ সময়, সরকার গৃহীত করোনা শিষ্টাচারের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। জার্মানিতে জনসম্মুখে ১০ জনের বেশি মানুষ জমায়েতের উপর রয়েছে কঠোর বিধিনিষেধ। এছাড়া, ভ্যাকসিন পাস ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না রেস্তোঁরা-হোটেল-সিনেমা হল এবং বিনোদন কেন্দ্রগুলোয়। একে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিচ্ছেন আন্দোলনকারীরা। দেশটিতে সংক্রমণ বেড়েছে অনেক বেশি, দৈনিক লাখের বেশি মানুষ শনাক্ত হচ্ছে সেখানে।
এদিকে, লাতিন দেশ বলিভিয়ার রাজধানী লা পাজেও আন্দোলনে নামেন ভ্যাকসিন বিরোধী নৃতাত্ত্বিক এবং ধর্মভিত্তিক দলগুলো।
Discussion about this post