অনলাইন ডেস্ক
একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে, অ্যাম্বুলেন্সের সামনে ‘অ্যাম্বুলেন্স’ শব্দ ইংরেজিতে উল্টো করে লেখা থাকে। এ নিয়ে অনেকের প্রশ্ন, কেন এভাবে লেখা থাকে? চলুন তাহলে জেনে নেই এর আসল কারণ।
আসলে আমরা আয়নায় কোনো জিনিসের প্রতিবিম্ব আনুভূমিকভাবে উল্টো দেখি। যেমন আয়নায় আমাদের ডান হাত হয়ে যায় বাম হাত। তেমনি কোনো শব্দের প্রতিবিম্বও আমরা উল্টো আকারে দেখি। যেটা ডান থেকে শুরু হয় সে দেখি বাম থাকে।
তাই উল্টো অক্ষরের ‘অ্যাম্বুলেন্স’ শব্দটি সামনের কোন গাড়ির লুকিং গ্লাসে প্রতিফলিত হলে গাড়ির চালককে সঠিক অক্ষরের ‘অ্যাম্বুলেন্স’ দেখায় যাতে সে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিতে পারে।
পদার্থবিজ্ঞান এ আলোর প্রতিবিম্ব দর্পণের প্রকৃতির ওপর নির্ভরশীল। দর্পণ হল যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আর প্রতিবিম্ব গঠনের জন্য প্রতিফলন আবাশ্যক। দর্পণের বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। একেক দর্পণতলে একেক রকমের প্রতিফলন হয়ে থাকে।
সাধারণত রাস্তায় গাড়ির দর্পণ হিসেবে অবতল দর্পণ ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবিম্ব উল্টো করে গাড়ির আয়নায় দেখা যায়।
উপরের ছবিটা ভালো করে দেখুন, অ্যাম্বুলেন্স উল্টো করে লেখা থাকলেও সামনের গাড়ির চালক তার রিয়ার ভিউ আয়নাতে ঠিকই পড়তে পারবেন যে ‘AMBULANCE’ লেখা।
রাস্তার সাধারণ পথচারীদের কাছে অ্যাম্বুলেন্স লেখা আছে কি নেই তাতে তেমন কিছু যায় আসে না। তাই উল্টো হওয়াতে পথচারীদের সমস্যা নেই, অ্যাম্বুলেন্সেরও সমস্যা নেই।
কিন্তু অ্যাম্বুলেন্সের সামনের গাড়ি যদি বুঝতে না পারে যে তার পেছনে অ্যাম্বুলেন্স আছে তাহলে সে অনেক সময় সাইড দিতে নাও পারে। এজন্য অ্যাম্বুলেন্সের সামনের গাড়ির চালকের সুবিধার্থে শব্দটি উল্টো করে লেখা থাকে।
Discussion about this post