নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্বনামধন্য অবস্থানের পেছনে যাদের অবদান অনস্বীকার্য অবসরপ্রাপ্ত এমন শিক্ষকদের সম্মাননা এবং সংবর্ধনা প্রদান করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অবসরপ্রাপ্ত ও সাবেক ২৩ জন শিক্ষককে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক। তারা হলেন- অধ্যাপক ড. মিরাজ উদ্দিন মন্ডল, অধ্যাপক ড. খলিলুর রহমান, অধ্যাপক ড. এমাদ উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, অধ্যাপক নাজমুল আসহাব, অধ্যাপক ড. মো. আব্দুল হাই চৌধুরী, অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার, অধ্যাপক ড. ইয়াসমীন হক, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস, অধ্যাপক ড. এম হাবিবুল আহসান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক ড. আতী উল্লাহ এবং অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস প্রমুখ বিশেষ সম্মাননাপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া ৯ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। যারা বিভিন্ন সময়ে শাবিপ্রবিতে উপাচার্য এবং শিক্ষকতার দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. সদরুউদ্দীন আহমেদ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. বজলুল মুবিন চৌধুরী, অধ্যাপক ড. গৌরাঙ্গ দেব রায়, সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাবিবুর রহমান, অধ্যাপক ড. এম এ রকীব, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম মিয়া এবং অধ্যাপক ড. মাকসুদুল বারী।
Discussion about this post