শিক্ষার আলো ডেস্ক
২০১৩ সালে প্রতিষ্ঠিত নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও এবং ট্রেজারার ফাদার আদম এস পেরেরাকে ক্যাম্পাসে স্বাগত জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের তৃতীয় চেয়ারম্যান হিসেবে ফাদার জর্জ ও দ্বিতীয় ট্রেজারার হিসেবে ফাদার আদম দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি উভয়কেই পরিচয় করিয়ে দেন ও স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সঙ্গে শেষ হয়।
গত বছরের ১৭ আগস্ট বাংলাদেশের হলি ক্রস যাজকদের প্রভিন্সিয়াল সুপিরিয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ফাদার জর্জ পদাধিকারবলে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ২০২১ সালের ৩০ নভেম্বরের অফিস আদেশ অনুসারে ফাদার আদমকে ট্রেজারার হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
ফাদার জর্জ এবং ফাদার আদম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা উভয়ই শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।
Discussion about this post