শিক্ষার আলো ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করতে আগামী সোমবার (১৭ জানুয়ারি) বৈঠকে বসতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ওই বৈঠকে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টিও চূড়ান্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা কখন আয়োজন করা হবে সেটি ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব মো. সাইফুল হাসান বাদল। এছাড়া বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) উপস্থিত থাকবেন।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী মার্চ অথবা এপ্রিল মাসে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে দেশে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে। পরীক্ষা কোন মাসে নেয়া যেতে পারে সে বিষয়টি চূড়ান্ত করতেই বৈঠক ডাকা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক কর্মকর্তা জানান, আগামী সোমবার আমাদের একটি বৈঠক আছে। বৈঠকে ভর্তি পরীক্ষার দিনক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। এছাড়া পরীক্ষা সংক্ষিপ্ত নাকি পুরো সিলেবাস অনুযায়ী হবে সেটিও বৈঠকে আলোচনা করা হবে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। একপক্ষ মনে করছে পুরো সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা নেয়া উচিত। আরেক পক্ষের মতে, যেহেতু এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হচ্ছে সেহেতু ভর্তি পরীক্ষাও এই সিলেবাসের আলোকে নেয়া দরকার।
সংক্ষিপ্ত সিলেবাসের বিপক্ষে মত দেয়া কর্মকর্তাদের মতে, মেডিকেল অত্যন্ত সেনসিটিভ একটি জায়গা। এখানে একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা যাচাই করেই ভর্তি করানো দরকার। সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়া হলে সঠিকভাবে মেধা যাচাই করা সম্ভব হবে না। মেধা যাচাই করতে হলে পুরো সিলেবাসের আলোকেই পরীক্ষা আয়োজন করতে হবে।
অন্যদিকে সংক্ষিপ্ত সিলেবাসের পক্ষে ভর্তি পরীক্ষা আয়োজনে মত দেয়া কর্মকর্তারা বলছেন, বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ে এইচএসসি পরীক্ষা হয়েছে। এই বিষয়গুলোর মধ্যে কেবলমাত্র গণিত ছাড়া বাকি তিনটি বিষয় থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়। এর সাথে সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিষয় যুক্ত করা হয়। সুতরাং সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলেও তেমন একটা অসুবিধা হবে না।
Discussion about this post