শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও কলম বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই উপহার আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে হাবিবুর রহমান লিটন বলেন, ‘শিক্ষার্থীবান্ধব কাজের সঙ্গে ছাত্রলীগ সবসময় আছে এবং থাকবে। লাইব্রেরিতে যারা পড়তে আসে সবাই এখানে খুব কাছাকাছি অবস্থান করে। তাই শিক্ষার্থীদের লাইব্রেরি থেকে সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি যাতে কম হয় সেজন্য আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।’
ভবিষ্যতে এ ধরনের কল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Discussion about this post