নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে পর্যাপ্ত ভর্তিচ্ছু না পাওয়ায় এখনও ৮৩ শতাংশ আসন খালি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ১ হাজার ৭৪৫টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ৩১ ডিসেম্বর ইবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয়। এতে মোট আবেদন পড়েছিল ৩৭ হাজার ৭১৪ জন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ হয় গত ১১ জানুয়ারি। তিনটি ইউনিটে মোট ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৩৫০ জন।
ফলে বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে।
Discussion about this post