খেলাধূলা ডেস্ক
লিগ ওয়ানে টানা দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি। ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান টিলো কেরার।
শনিবার রাতে প্যারিসে মুখোমুখি হয় দুদল। এর আগে লিগে গত দুই রাউন্ডে যথাক্রমে লরিয়ঁ ও লিওঁর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল প্যারিসের দলটি।
ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। জর্জিনিয়ো ভেইনালডামের পাস ডি-বক্সে পেয়ে এমবাপের ডান পায়ের জোরাল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
বিরতির পর ৫৩তম মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নুনো মেন্দেসের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন কেরার। গত সপ্তাহে লিওঁর বিপক্ষে এই জার্মানের গোলেই হার এড়িয়েছিল পিএসজি।
লিগে ২১ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। দুই ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই।
Discussion about this post