আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। সতর্কতার অংশ হিসেবে উপকূলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) জাপানে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে এক দশমিক দুই মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।
উপকূলে তীব্র স্রোতের পাশাপাশি উপকূলীয় অঞ্চল ডুবে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৫ জানুয়ারি) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাইপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে টোঙ্গাতে প্রায় এক মিটারেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়ে। এ অগ্ন্যুৎপাতের শব্দ যুক্তরাষ্ট্র থেকেও শোনা গেছে।
অগ্ন্যুৎপাতের স্থান থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত টোঙ্গার বেশ কিছু এলাকা ছাই দিয়ে ঢেকে গেছে। সেখানে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, পানির তোড়ে ভেসে যাচ্ছে রাজধানী নুকু’আলোফা-র রাস্তাঘাট। তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এছাড়াও অগ্ন্যুৎপাতের ফলে শনিবার এক মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ে জাপানের কাগোশিমা এলাকায়।
Discussion about this post