আন্তর্জাতিক ডেস্ক
তীব্র শীতে বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ, দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চল। তাপমাত্রা নেমে এসেছে সাত ডিগ্রিরও নিচে।
এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। শীতে জর্জরিত ভারতের গোটা উত্তরাঞ্চল। পাশাপাশি ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন।
সেইসঙ্গে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষের প্রয়োজনীয় শীতকালীন উপকরণের অভাব।
ঘন কুয়াশায় ছেয়ে গেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বেশিরভাগ অঞ্চল। তীব্র শৈত্যপ্রবাহের কারণে প্রচণ্ড ঠাণ্ডায় ব্যহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। এতে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
এক গাড়িচালক বলেন, ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যায় না। এ অবস্থায় চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে।
এদিকে রাজধানী দিল্লির অবস্থাও একইরকম। ঘন কুয়াশা আর প্রচণ্ড ধুলায় একাকার রাজধানীর বায়ুমণ্ডল। শনিবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাহত হয় যান চলাচল।
সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বায়ুদূষণের মাত্রা কিছুটা কমলেও এতে দিল্লির তাপমাত্রা আরও কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগ।
Discussion about this post