শিক্ষার আলো ডেস্ক
স্কুল খোলার সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর জেইম সাভেদ্রা। বার্তা সংস্থা পিপিআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটন থেকে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দুইয়ের (স্কুল খোলা ও করোনার সংক্রমণ) কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। করোনা মহামারি পরিস্থিতিতেও স্কুল বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। এমনকি করোনার নতুন ঢেউ আসলেও একদম শেষ উপায় হিসেবে স্কুল বন্ধ করা হবে।
শিক্ষা ক্ষেত্রে করোনার প্রভাব নিয়ে কাজ করছেন জেইম সাভেদ্রা। তিনি বলেন, স্কুল খোলার পর করোনার সংক্রমণ বেড়ে গেছে এমন প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বলেন, জননীতির দৃষ্টিকোণ থেকে শিশুদের টিকা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করা যৌক্তিত নয় কারণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তিনি বলেন, রেস্টুরেন্ট, বার, শপিং মল খোলা রাখা এবং স্কুল বন্ধ রাখার কোনো মানে হয় না। এর পেছনে কোনো অজুহাতও দেওয়া ঠিক নয়।
Discussion about this post