শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে শূন্য আসনের বিপরীতে আগামী ২৪ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এর আগে ২৩ জানুয়ারি শূন্য আসনের বিপরীতে মেধাতালিকা প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ২০২০-২১ শিক্ষাবর্ষে শূন্য আসনের বিপরীতে ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ইউনিট অফিস কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। একই দিন ইউনিট অফিস কর্তৃক শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। আর শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। ভর্তি চলবে ২৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে ভর্তির আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি
ডাউনলোডকৃত অনলাইন ফরম শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র এবং সনদপত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সংগৃহী সনদপত্র বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক একসেট সত্যায়ন কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।
Discussion about this post