নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানােনো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামসহ দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সুরক্ষায় ১৮ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসমাপনী (র্যাগ ডে) এবং জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
আরও বলা হয়, দাপ্তরিক প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
Discussion about this post