নিজস্ব প্রতিবেদক
নটরডেম কলেজ ঢাকা’র ২০২২-২০২৩ সেশনে উচ্চ মাধ্যমিকে (একাদশ-দ্বাদশ) ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) ফলাফল কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ বছর মোট ৩৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ৪000 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা ১০০% এর মধ্যে মাত্র ৩৫%। ফলাফল যাচাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি হল https://www.ndc.edu.bd ।
সদ্য পাশ করা মাধ্যমিকের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের জন্য নটরডেম কলেজের নিজস্ব ভর্তি প্রক্রিয়ার অংশগ্রহণের জন্য গত ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রায় ২৮ হাজার পরীক্ষার্থীরদের মধ্য থেকে মোট আসনের দেড়গুণ অর্থাৎ সাড়ে ৪ হাজার প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে ।
বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে দেড়গুণ পরিক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে।
এবছর বিজ্ঞান বাংলা বিভাগে ১৮০০, ইংরেজি মাধ্যমে ৩০০, মানবিক শাখায় ৪১০ ও ৭৬০ শূন্য আসনের বিপরীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। আগামী ২১ জানুয়ারি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নটরডেম কলেজ ঢাকা’র নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে বিস্তারিত শিক্ষার্থীরা জানতে পারবে।
Discussion about this post