শিক্ষার আলো ডেস্ক
পশ্চিমা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর আদলে পরিচালিত চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। রাজধানী বেইজিংয়ে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টির বয়স শত বছরেরও বেশি। গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে এ বিশ্ববিদ্যালয় চীনাদের গর্বের প্রতীক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক প্রেসিডেন্ট হু জিনতা ও সাবেক শীর্ষ নেতা মাও সেতুং এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।
স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ মার্চ।
‘চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ’ এর আওতায় কোনো ধরনের টিউশন ফি লাগবেনা। এছাড়াও স্বাস্থ্যবীমা, মাসিক উপবৃত্তি ও আবাসন সুবিধাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। চীন সরকার এ স্কলারশিপের অর্থায়ন করে।
প্রায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হয়। তবে ইংরেজি ভাষায় স্নাতকোত্তরে ২২ টি ও পিএইচডিতে ৮ টি স্কলারশিপ প্রদান করা হবে। স্নাতকোত্তরের সময়সীমা ২-৩ বছর। আর পিএইচডির সময়সীমা ৩-৪ বছর।
শিক্ষার্থীরা প্রকৌশল, বিজ্ঞান, আইন, মানবিক ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। বিষয়গুলো দেখতে ক্লিক করুন এখানে।
১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের সেরা বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* টিউশন ফি।
* মাসিক উপবৃত্তি হিসেবে ৩ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
* বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থা।
* চিকিৎসা বীমা।
* পাঠ্যপুস্তক খরচ প্রদান করা হয়।
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকোত্তরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল অর্জন করতে হবে।
* পিএইচডি প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
* যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবে।
প্রয়োজনীয় নথি:
* ব্যক্তিগত অভিমত (এসওপি)।
* প্রাতিষ্ঠানিক সনদ।
* পূর্ববর্তী ডিগ্রী সার্টিফিকেট।
* দুটি একাডেমিক রেফারেন্স লেটার।
* পাসপোর্ট।
আবেদন প্রক্রিয়া:
বিশ্ববিদ্যালয়ের পোর্টালে লগ ইন করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন। বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post