শিক্ষার আলো ডেস্ক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১৪৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ফলে ৩৮৮টি আসনের মধ্যে ২৪০টি আসনই খালি রয়েছে।
জানা গেছে, ৩৮৮টি আসনের মধ্যে সাধারণ আসন ৩৫০টি। এই আসনের বিপরীতে ১২৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। খালি রয়েছে ২২২টি। আর কোটাভুক্ত ৩৮টি আসনের বিপরীতে ২০টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ১৮টি।
অনুষদসমূহের মধ্যে বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদে ১০৫টি আসনের বিপরীতে ৩৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৬৭টি। সাধারণ ১০০টি আসনের বিপরীতে ৩৭ টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৬৩টি এবং কোটাভুক্ত ৫টি আসনের বিপরীতে ১ টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৪টি।
নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদে ৭২টি আসনের বিপরীতে ১৫টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৫৭টি। সাধারণ ৬০টি আসনের বিপরীতে ১২টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে খালি আসন সংখ্যা ৪৮টি এবং কোটাভুক্ত ১২টি আসনের বিপরীতে ৩টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, খালি আসন সংখ্যা ৯টি।
কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে ৭৯টি আসনের বিপরীতে ৩৯টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, খালি আসন সংখ্যা ৪০টি। সাধারণ ৭০টি আসনের বিপরীতে ৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, ফাঁকা আসন সংখ্যা ৩৯টি এবং কোটাভুক্ত ৯টি আসনের বিপরীতে ৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে খালি আসন সংখ্যা ১টি।
ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদে ৬৬টি আসনের বিপরীতে ৩৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২৮টি। সাধারণ ৬০টি আসনের বিপরীতে ৩৪টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২৬টি এবং কোটাভুক্ত ৬টি আসনের বিপরীতে ৪টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে খালি আসন সংখ্যা ২টি।
এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদে ৬৬টি আসনের বিপরীতে ১৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে খালি আসন সংখ্যা ৪৮টি। সাধারণ ৬০টি আসনের বিপরীতে ১৪টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, খালি আসন সংখ্যা ৪৬টি এবং কোটাভুক্ত ৬টি আসনের বিপরীতে ৪টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বর্তমানে খালি আসন সংখ্যা ২টি।
Discussion about this post