শিক্ষার আলো ডেস্ক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বানে সাড়া দিলো এক দফা এক দাবীতে অনড় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহবানে আলোচনায় বসতে শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনশনরত শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা ছিলো।কিন্তু আন্দোলনরত অসুস্থ শিক্ষার্থীদের রেখে ঢাকা যাওয়ার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ঢাকায় নয়, ভার্চুয়ালি আলোচনায় বসতে চান শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।শিক্ষামন্ত্রী সিলেটে সরেজমিন দেখতে আসলে সরাসরি আলোচনায় সুবিধে হবে বলে জানায় তারা।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত দূত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে এ কথা জানিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ সেহেতু আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না। আমরা আশা করব শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি তিনি দেখবেন এবং আলোচনা করবেন।
শিক্ষার্থীরা নাদেলকে অভিযোগ করে বলেন, ভিসি আমাদের বোমা মেরেছে, গুলি করেছে, পুলিশের লাঠিচার্জ করেছে- এগুলো সবই প্রমাণিত। আমরা অসুস্থ অনশনরত ভাইবোনদের রেখে কীভাবে যেতে পারি! আমরা ঢাকায় না গিয়ে অনলাইনে আলোচনায় বসতে চাচ্ছি এবং শিক্ষামন্ত্রীকে আমাদের পরিস্থিতি দেখতে আসার আহবান জানাচ্ছি।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মধ্যস্থতায় শুক্রবার ৩টা ১০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্ত্বশাসনের ব্যাপার আছে। আমরা তাতে দ্রুত হস্তক্ষেপ করতে চাই না। তবে শিক্ষার্থীরা কষ্ট পাবে, এটাও চাই না। সব সমস্যার সমাধান আছে। এটারও নিশ্চয় আছে। আলোচনার মাধ্যমে সেই সমাধান খুঁজে বের করতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ৪-৫ জন যদি আসেন, শিক্ষক সমিতির নেতারাও যদি আসেন, তবে আমরা আলাপ করে একটা সমাধানে পৌঁছাতে পারব।’
Discussion about this post