শিক্ষার আলো ডেস্ক
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৩ জন আর নতুন জিপিএ-৫ পেয়েছে ২৬ শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে চার পরীক্ষার্থী।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) এই ফল প্রকাশ করা হয়।
ঢাকা বোর্ডের প্রায় ১৮ হাজার শিক্ষার্থী ২২ হাজার ৮৫৫টি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছিল।
জানা গেছে, করোনার কারণে দেড় বছর ক্লাস না হওয়ায় গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। গত ৩০ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পর দিন (৩১ ডিসেম্বর) থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। যা শেষ হয় গত ৬ জানুয়ারি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
Discussion about this post