শিক্ষার আলো ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২২ কার্যনির্বাহী কমিটির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোরুল আজিম।
বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের আসাদুজ্জামান মন্ডল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ড. জসিম উদ্দীন, রসায়নের ড. বিজন মোহন চাকী, একই বিভাগের ড. সিদ্দিকুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আশানুজ্জামান, রসায়ন বিভাগের ড. আব্দুল লতিফ, ভূগোল ও পরিবেশবিজ্ঞানের জাকিউর রহমান, একই বিভাগের ড. সিফাত রুমানা, বাংলা বিভাগের ড. নিতাই কুমার ঘোষ, মার্কেটিং বিভাগের মাসুদ উল হাসান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম।
Discussion about this post