শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা সহ সশরীরে সকল শিক্ষা কার্যক্রম আগামী ৬ তারিখ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২১ জানুয়ারি) এক জরুরি প্রশাসনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন মিটিংয়ে অংশ নিয়েছেন এমন একাধিক ডীন ও হল প্রভোস্টরা।
জাবি শিক্ষক সমিতির সম্পাদক ও বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আগামী ৬ তারিখ পর্যন্ত পরীক্ষাসহ সশরীরে সকল শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে কোন পরীক্ষার ভাইভা বাকি থাকলে তা অনলাইনে নেওয়া যাবে। অর্থাৎ যেসব পরীক্ষা সশরীরে চালু ছিল শুধু সেগুলোই স্থগিত থাকবে বাকি যেগুলো অনলাইনে চলমান অথবা অনলাইনে চালু রাখা সম্ভব সেগুলো চলমান থাকবে।
সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আকবার হোসেন বলেন, লাইব্রেরি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে। পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়সহ জরুরি সেবা দপ্তরসমূহের কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে বলেন আরেক হল প্রভোস্ট। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে জরুরি প্রশাসনিক সভায় সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে হল খোলা থাকবে।
টিএসসি ও ক্যাফেটেরিয়া সকালের খাবারের জন্য সকাল ৮-১০টা ও দুপুরের খাবারের জন্য দুপুর ১২-২ টা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা যায়। আগামী ৬ তারিখের পর পরিস্থিতি স্বাভাবিক না হলে আপদকালীন অধ্যাদেশ অনুসরণে পরীক্ষা সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
Discussion about this post