খেলাধূলা ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ আসরের নিলামে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন।
আইপিএল ২০২২ এর মেগা অকশনের তালিকায় আছেন মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৩১২ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে।
৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। অর্থাৎ এবার মুস্তাফিজের উন্নতি হয়েছে।
মূলতঃ ২০২১ সালে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও। যে কারণে মোস্তাফিজ ঠাঁই পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও।
সর্বশেষ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ম্যান অব দ্য ফাইনাল ছিলেন মিচেল মার্শ। এই দু’জনকেই রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যে।
Discussion about this post