শিক্ষার আলো ডেস্ক
করোনা পরিস্থিতিতে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে অনলাইন মাধ্যমে ৩৮তম জরুরী একাডেমিক কাউন্সিল সভায় এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে চালু থাকবে আবাসিক হল এবং অনলাইনে শিক্ষা-কার্যক্রম।
এসময় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে সকল দপ্তর এবং সীমিত আকারে চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল সেবা কার্যক্রম। পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চালু থাকবে। তবে সকল প্রকার জমায়েত বন্ধ থাকবে এবং আসতে পারবেনা বহিরাগতরা।
এসময় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চলমান অবকাঠামো উন্নয়ন কাজ, পানি, বিদ্যুৎ, গ্যাস, অর্থ ও হিসাব এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরসহ জরুরি সার্ভিসসমূহ স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে।
Discussion about this post