শিক্ষার আলো ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় চত্বর ও সড়কে আলোক প্রজ্জ্বলনে অংশ নেন শাবিপ্রবির শতাধিক শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের আহ্বানে পুলিশ এসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অমানুষিক নির্যাতন করেছে। অথচ উপাচার্য চাইলেই আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে পারতেন।
আলোক প্রজ্জ্বলনে আশা শিক্ষার্থীরা অবিলম্বে সকল নির্যাতন ও অনিয়মের দায় মাথায় নিয়ে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানান।
উপাচার্যের পদত্যাগের দাবিতে ৭৫ ঘণ্টা টানা অনশন করে শাবিপ্রবির শিক্ষার্থীরা যখন মৃত্যুর দোরগোঁড়ায়, তখনও উপাচার্য নির্বিকার। তাই এই অবস্থায় আন্দোলনরত সকল শিক্ষার্থী আমরণ অনশনে বসবেন এবং ভিসি’র পদত্যাগপত্র নিজ চোখে দেখার আগ পর্যন্ত শিক্ষার্থীরা অনশন ভাঙবে না।
Discussion about this post