শিক্ষার আলো ডেস্ক
প্রশ্নফাঁসের পরও প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ‘অডিটর’ পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (২৩ জানুয়ারি) এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০৭ জন।
৫৫০টি পদের বিপরীতে অডিটর পদে নিয়োগে শুক্রবার ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগেই চাকরিপ্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নের দুইটি সেটের স্ক্রীণশট দিয়ে প্রশ্নফাঁসের দাবি তোলেন। যদিও ওই দুই প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের কোনো মিল ছিলো না।
পরে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এই পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত জনপ্রতিনিধিসহ ১০ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের নিয়ে গতকাল দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনও করে ডিবি।
তাদের কাছ থেকে ছয়টি ইয়ার ডিভাইস, ছয়টি মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার, পাঁচটি ব্যাংকের চেক, সাতটি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ১০টি স্মার্ট ফোন, ছয়টি বাটন মোবাইল, ১৮টি প্রবেশপত্র এবং ফাঁস হওয়া তিন সেট প্রশ্নপত্র জব্দ করা হয়।
এদিকে ফল প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।
Discussion about this post