করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ক্ষতি পুষিয়ে নিতে কৃষককের কথা বিবেচনায় নিয়ে ত্রাণের তালিকায় বিভিন্ন কৃষিপণ্য অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ত্রাণ কার্যক্রমে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য অন্তর্ভুক্ত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবকে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে কৃষক যেন তার উৎপাদিত পণ্য বাজারজাত করে নায্যমূল্য পেতে পারে সে লক্ষ্যে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র মানুষের মধ্যে বিতরণযোগ্য খাদ্যসামগ্রীর আওতায় আলুসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন ও অফিস-আদালত বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত পণ্যের দাম তলানিতে নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষক।
ত্রাণ মন্ত্রণালয় থেকে ত্রাণের প্যাকেটে ১০ ধরনের পণ্য থাকে। কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে ত্রাণের তালিকায় কৃষিপণ্য দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Discussion about this post