নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের নির্দেশ অনুসারে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রসাশন। তবে ইতোমধ্যে যে সকল বিভাগে পরীক্ষা শুরু হয়েছে তাদের পরীক্ষা কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।
আজ রবিবার (২৩ জানুুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আবাসিক হলগুলো খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান থাকবে। এছাড়া নতুন করে কোন পরীক্ষা কার্যক্রম শুরু হবে না বলেও জানা গেছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
উল্লেখ্য, করোনার নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
Discussion about this post