খেলাধূলা ডেস্ক
লিওনেল মেসির ফেরার ম্যাচে রেইমসের বিপক্ষে গোল উৎসব করেছে পিএসজি। নিজেদের ঘরের মাঠে রোববার (২৩ জানুয়ারি) রাতের ম্যাচটি তারা জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।
করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। ফিট না হওয়ায় ছিলেন না নিজ দেশের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে। সব ধকল কাটিয়ে অবশেষে লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে মাঠে নামেন তিনি। তার ফেরার ম্যাচে প্যারিসের ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখা পান সার্জিও রামোস।
লিওনেল মেসি এই ম্যাচ দিয়ে দলে ফিরছেন তা আগেই নিশ্চিত করেছিল দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে শুরুর একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে ছিল সন্দেহ। পার্ক দে প্রিন্সেসে মেসিকে ছাড়াই প্রথমার্ধের একাদশ সাজান প্যারিস কোচ। শুরুর একাদশে আক্রমণভাগে নামেন অ্যাঞ্জেল ডি মারিয়া, মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপ্পে।
চোটের কারণে আগে থেকেই একাদশে নেই নেইমার। তবে তাদের দুজনের অভাব পিএসজিকে বুঝতেই দেয়নি দলটির আক্রমণভাগ। শুরু থেকে আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিলেন রেইম রক্ষণভাগকে। তবে প্রথম সাফল্যটা পেতে তাদের বেশ বেগ হতে হয়। ম্যাচের ৪৪তম মিনিটে গিয়ে প্রথম তারা ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসান। মাউরো ইকার্দির শট রেইমসের রক্ষণ রুখে দিলেও ফিরতি চেষ্টায় জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন মার্কো ভেরাত্তি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারী পিএসজি।
বিরতির আগে আর নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের। ম্যাচের ৬৩তম মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে মেসিকে নামান পচেত্তিনো। তবে তার আগেই পিএসজি এগিয়ে গিয়েছিল দুই গোলে। প্যারিসের ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখা পান রামোস। ইকার্দির কর্নার থেকে দেয়া পাস রেইমসের রক্ষণভাগ প্রথম চেষ্টায় থামালেও রামোসকে আর প্রতিহত করতে পারেননি। মাঠে নেমেই দলের তৃতীয় গোলে অবদান রাখেন মেসি। বাঁ পাশ থেকে মার্কো ভেরাত্তিকে কাটব্যাক করেছিলেন তিনি, তা থেকে ইতালিয়ান মিডফিল্ডারের শট স্বাগতিক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় জালে। এমবাপ্পের বাড়ানো বলে দারুণ এক শটে গোল করে বসেন দানিলো পেরেইরা। তাতেই ৪-০ গোল নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।
এই জয়ের পর ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিস সমান ম্যাচে অর্জন করেছে ৪২ পয়েন্ট। নিজেদের পরবর্তী ম্যাচে সেই নিসেরই মুখোমুখি হবে দলটি। ফরাসি কাপের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
পিএসজির হয়ে মেসি সবশেষ মাঠে নেমেছিলেন গেল ২২ ডিসেম্বর। এরপর করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন এত দিন। ক্লাবের এক স্টাফ আক্রান্ত হওয়ার পর করোনাভাইরাসে পজিটিভ হন মেসি। শুধু মেসিই নন, তিনিসহ আরও ৩ খেলোয়াড় করোনায় আক্রান্ত বলে জানিয়েছিল পিএসজি ক্লাব কর্তৃপক্ষ।
ফরাসি লিগ কাপ কুপ ডে ফ্রান্সের আগে সব খেলোয়াড়কে যখন করোনা টেস্ট করা হয় তখন করোনা পজিটিভ আসে পিএসজির চার খেলোয়াড়ের। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভানিসের বিপক্ষে লিগ কাপ ম্যাচে খেলতে পারেননি মেসি। এরপর একে একে মিস করেছেন লিঁওন ও ব্রেস্টের বিপক্ষে ম্যাচ দুটোও। এরপর ৫ জানুয়ারি মেসির করোনাভাইরাসের ফল নেগেটিভ আসে। মহামারি এই রোগ থেকে মুক্তির পর মেসি ফেরেন পিএসজির আঙিনায়। তখন থেকেই তিনি রিকভারি চালিয়ে যাচ্ছিলেন।
Discussion about this post