শিক্ষার আলো ডেস্ক
‘শিক্ষার্থীদের প্রাণের চেয়ে ভিসির একটি পদের দাম অনেক বেশি! আমরা গণঅনশনের ডাক দিয়েছি, এখন থেকে সেদিকেই যাবো, আমরা মারা গিয়ে প্রমাণ করবো—ভিসির চেয়ারটার দাম আমাদের প্রাণের চেয়ে বেশি ছিল!”
এমন বক্তব্য দিয়ে একযোগে সব শিক্ষার্থী মিলে গণ-অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা !
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মুহাইমিনুল বাসার রাজ বলেন, উপাচার্য পদত্যাগ না করলে আমরা সবাই মিলে গণ-অনশনে যোগ দেবো।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যে বক্তব্যে দিয়েছেন, তা অযৌক্তিক। এখনো পর্যন্ত চিকিৎসা চলাকালে অনশনকারীরা হাসপাতালে কোনো খাবার গ্রহণ করেননি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে মানব দেওয়াল তৈরি করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কার্যত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎসংযোগ। বর্তমানে উপাচার্যের বাসভবনে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। পরে অনশন যোগ দিয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী।
Discussion about this post