শিক্ষার আলো ডেস্ক
জেলার প্রত্যেক উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে খুদে ডাক্তার টিম গঠন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষাথীদের মধ্যে থেকে বাচাই করে খুদে ডাক্তার নির্বাচন করা হবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের ওজন মাপানো, উচ্চতা নিধারণ, দৃষ্টিশক্তি ও পুষ্টিহীনতা নির্ণয়সহ স্বাস্থ্য পরীক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজেরা নিজের স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে এ বিষয়ে সচেতন করবে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়গুলো পরিদর্শনের মাধ্যমে খুদে ডাক্তারদের কার্যক্রম তদারকি করবে। একই সাথে স্বাস্থ্য পরীক্ষার তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করতে প্রতিষ্ঠান প্রধানকে আন্তরিক থাকতে হবে। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা এবং স্বাস্থ্য পরিদর্শকগণকেও এ ব্যাপারে সদৃষ্টি রাখতে হবে। সকলের আন্তরিক সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে খুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন করতে পারলে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে আমূল পরিবর্তন আসবে। গতকাল রোববার বিকেলে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম–২০২২ পালন উপলক্ষে জেলা পর্যায়ে এডভোকেসি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল।
Discussion about this post