উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির মধ্যেও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সংক্রমণ কিছুটা কমার সাথে সাথে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এখনো হচ্ছে।
অথচ বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নেওয়ার বিষয়ে দীর্ঘ আবেদন-নিবেদন সত্ত্বেও নির্বিকার বসে আছে, যা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ববোধ, সক্ষমতা ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং আইন শিক্ষানবিশদের সংবিধান স্বীকৃত কর্মের অধিকারকে ভূলুণ্ঠিত করছে।
হাজার হাজার আইন শিক্ষানবিশদের কর্মজীবন ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং মেধাবী তরুণদের আইন পেশায় আগ্রহী করে তোলার জন্য নিয়মিত আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি। আধুনিক বাংলাদেশের সঙ্গে তুলনীয় আধুনিক ও যোগ্য বার কাউন্সিলের প্রত্যাশা করছি।
জনৈক আইন শিক্ষানবিশ
নাম প্রকাশে অনিচ্ছুক
Discussion about this post