বিনোদন ডেস্ক
প্রায় নিভেই গিয়েছিলো জীবনের আলো। হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও পর্যন্ত। নিথর দেহে হাসপাতালের বেডে শুয়ে শুধু বলেছিলেন, ‘আমি কি বাঁচবো? আমাকে বাঁচান। আমি আবার গানের মঞ্চে ফিরতে চাই।’
ফিরে এসেছেন আবার সেই গানের পাখি বাউল শিল্পী শারমিন। ফের সুর তুলছেন গানে গানে। এখন শুধু মঞ্চে যাওয়ার পালা।
থাইরয়েডজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন বাউল শিল্পী শারমিন। রক্তের উৎপাদন ক্ষমতা প্রায় শূন্যের কোটায় নামাসহ জটিল উপসর্গে দেড়মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় শারমিনকে।
অসাধারণ কণ্ঠের অধিকারী তরুণ এই শিল্পীর অসুস্থতায় পরিবারে নেমে আসে ঘোর আঁধার। মেয়েকে বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন বাবা-মা। সাহায্যে এগিয়ে আসেন শারমিনের গানের অনুরাগীরা। অনেকেই সহযোগিতা করতে থাকেন। সহযোগিতার হাত বাড়ায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টায় মৃত্যুর কোল থেকে ফিরে আসেন।
বর্তমানে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকা শারমিন ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছেন। গানের মঞ্চে না গেলেও রেওয়াজে মন দিতে শুরু করেছেন।
ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মানুষের ভালোবাসাই বেঁচে থাকার বড় শক্তি বলে এখন মনে হচ্ছে। ছোট্ট মানুষ আমি। কিন্তু হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়ে পরিপূর্ণ জীবনের স্বাদ পেয়েছি। অসংখ্য গুণী শিল্পী আমাকে দেখতে গিয়েছেন। সহযোগিতা করেছেন। সাংবাদিকরা খবর করেছেন। আরটিভিসহ অন্যান্য গণমাধ্যমও পাশে ছিল। চিকিৎসকদের আন্তরিকতায় আমি মুগ্ধ। সর্বোপরি বাবা-মায়ের যত্ন আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে।’
আড়ং ডেইরি- চ্যানেল আই বাংলার গান-২০১৬ চ্যাম্পিয়ন শারমিন বলেন, ‘গান দিয়েই মানুষের মন জয়। গানেই ফিরছি আবার। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছি। সামনে আবার পরীক্ষা-নিরীক্ষা আছে। আপাতত অল্প অল্প রেওয়াজ করার চেষ্টা করছি। পুরোনো গানগুলোই আবার সুর করার চেষ্টা করছি। শিগগির মঞ্চে ফিরতে পারবো বলে আশা করছি।’
Discussion about this post