নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৬৬টি আসন খালি রয়েছে। এই আসনগুলোতে দ্বিতীয় মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে প্রথম ধাপের মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। এতে মেডিকেলে ১১৪টি আর বিডিএস কোর্সে ৬৬টি আসন খালি পাওয়া যায়।
শূন্য আসনগুলোতে মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে একটি তালিকা বুয়েটের কাছে পাঠানো হয়েছে। বুয়েটের সংশ্লিষ্ট বিভাগ শূন্য পদের তথ্য অনুযায়ী মাইগ্রেশনের তালিকা প্রস্তুত করবে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সবগুলো মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ থেকে শূন্য পদের তথ্য আমাদের কাছে পাঠানো হয়েছে। এই তালিকা আমরা বুয়েটকে পাঠিয়ে দিয়েছি। তালিকা তৈরির কাজ শেষ করলে আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করবো।
এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হয়। ২৮ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হয়ে চলে ৯ জানুয়ারি পর্যন্ত।
Discussion about this post