বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
মানুষের সাহায্য ছাড়ায় চারটি শূকরের ওপর জটিল অস্ত্রোপচার করেছে একটি রোবট। মানুষের চেয়ে ভালোভাবে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের ডিজাইন করা রোবটটির নাম দেয়া হয়েছে স্মার্ট টিস্যু অটোনোমাস রোবট বা স্টার।
প্রতিবেদনে বলা হয়, সফট টিস্যু অস্ত্রোপচার সাধারণত একটি রোবটের জন্য জটিল বিষয়। কারণ এ ক্ষেত্রে অন্ত্রের দু’টি প্রান্তকে সংযোগ করতে হয় এবং এ প্রক্রিয়া চলাকালীন সময়ে কোনো প্রকার বাধা দেখা দিলে রোবটটিকে দ্রুত প্রক্রিয়াটির সাথে মানিয়ে নিতে হয়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন কাং এবং তার ছাত্রদের তৈরি করা স্টার রোবটটি একটি মেশিন লার্নিং ট্র্যাকিং অ্যালগরিদম দ্বারা পরিচালনা করা হয়েছিল। জন হপকিন্সের অধ্যাপক অ্যাক্সেল ক্রিগার বলেন, আমাদের গবেষণার ফলাফল বলে আমরা অস্ত্রোপচারের সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম কাজগুলোর ক্ষেত্রে স্টার নামক রোবটটি ব্যবহার করতে পারি। কারণ এটি একটি অন্ত্রের দু’টি প্রান্তের পুনঃসংযোগ দেয়ার কাজটি খুব ভালোভাবে সম্পাদন করেছে।
স্টার চারটি শূকরের দেহে অস্ত্রোপচার সম্পন্ন করেছে এবং এটি একই পদ্ধতি অনুসরণ করা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post