নিজস্ব প্রতিবেদক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির স্প্রিং ২০২২ সেশনে বিবিএ, সিএসই, ফার্মেসি, আইন, ইংরেজি, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন গত ২৫ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আফরীন আহমদ হাসনাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার এ এ ফ এম আখতারুজ্জামান কায়সার।
ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান. ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশিদ প্রমুখআফরীন আহমদ হাসনাইন বলেন, বিজিসি ট্রাস্ট এ অঞ্চলের মানুষের দুয়ারে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
Discussion about this post