আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিং অলিম্পিকে অন্তর্ঘাতের পরিকল্পনার অভিযোগ করেছে চীন। দেশটি বলছে, এজন্য অ্যাথলেটদের অর্থও দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির একটি সরকারি সংবাদপত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে হস্তক্ষেপ এবং ‘অন্তর্ঘাতের’ পরিকল্পনার অভিযোগ করেছে।
বেইজিং-এর মতে, চীনকে সমালোচনার মুখোমুখি করার জন্যই এমন ষড়যন্ত্র আঁটছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র অবশ্য আগেই ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, বেইজিং-এর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ওই গেমসে কোনও সরকারি প্রতিনিধি পাঠানো হবে না। তবে মার্কিন অ্যাথলেটরা গেমসে অংশ নেবেন এবং তারা সরকারের পূর্ণ সমর্থন পাবেন।
Discussion about this post