নিজস্ব প্রতিবেদক
৩৬ হাজার ১৩৮ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র দিতে সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব নিয়োগপত্র প্রদান করবেন।
আর রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জন এবং এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৪ হাজর ৭৩ জন শিক্ষকের মাঝে নিয়োগপত্র প্রদান করা হবে।
এ বিষয়ে মোহাম্মদ আবুল খায়ের বলেন, শিক্ষামন্ত্রী বর্তমানে আইসোলেশনে থাকায় সশরীরে নাকি ভাচ্যুয়ালি সংযুক্ত থাকবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ওই অনুষ্ঠানে তিনি নিয়োগপত্র প্রদান করবেন।
Discussion about this post