শিক্ষার আলো ডেস্ক
বহিরাগত ও ছিনতাইয়ের উৎপাত রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংশ্লিষ্টদের পরিবহনে বিশেষ স্টিকার ব্যবহার করার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই স্টিকারে থাকছে প্রক্টর স্বাক্ষরিত সইও।
এরই মধ্যে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশ পরিবহনে বিশেষ এ স্টিকার লাগানো রয়েছে। এমনকি বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ের নীল-সাদা বাসগুলোও।
৪০ টাকা মূল্যের ওই স্টিকার সংগ্রহ করতে হচ্ছে প্রক্টর কার্যালয় থেকে। স্টিকার সংগ্রহকারীকে অবশ্যই তাদের আইডি কার্ড ও গাড়ির বৈধ কাগজপত্র দেখিয়ে স্টিকার সংগ্রহ করতে হচ্ছে। স্টিকারে প্রত্যেকের জন্য স্বতন্ত্র নম্বর দেওয়া রয়েছে। যার ফলে একজন চাইলেই দুটো স্টিকার সংগ্রহ করতে পারছে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী জানান, বিজ্ঞপ্তি জারির পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক ও বিজ্ঞপ্তি জারির আগে আরও দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এ স্টিকারের আওতায় এসেছেন।
তিনি আরও বলেন, এখনো যারা বিশেষ স্টিকারের আওতার বাইরে রয়েছেন তাদের দ্রুত বিশেষ স্টিকার সংগ্রহ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Discussion about this post