শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন চতুর্থ দফায় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো। আজ সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে, গত ১৩ জানুয়ারি তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে (কোটা বাদে) ২১১টি আসন খালি ছিল।
এর আগে আসন খালি থাকায় ভর্তির সময় গত ১৯ ডিসেম্বর তৃতীয় দফায় বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
তখন বলা হয়েছিল, “রাবির বিভিন্ন বিভাগে এখনো অনেকগুলো আসন খালি রয়েছে। এ কারণে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়েছে। যারা ভর্তি হয়েছিলো তাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এখন তারা ভর্তি বাতিল করছেন। ফলে অনেক আসন খালি রয়েছে। তাই ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি পর্যন্ত চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।”
Discussion about this post