শিক্ষার আলো ডেস্ক
আবারো চতুর্থ দফায় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আজ সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি পরীক্ষা নিয়েছে। ফলে পরবর্তীতে শিক্ষার্থীরা অনত্র চান্স পাওয়ায় এখানে ভর্তি বাতিল করে চলে যাচ্ছে। এটা মূলত অঞ্চল ভিত্তিক শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ থেকেই হচ্ছে। তাই এখানে আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেরিট অনুযায়ী ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।
আসন খালির বিষয়ে তিনি বলেন, গতকাল দুপুর পর্যন্ত ‘এ’ ইউনিটে ৬৭টি, ‘বি’ ইউনিটে ২৫টি মিলে মোট ৯২টি আসন ফাঁকা ছিল। তবে ‘সি’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই বলে জানান তিনি।
এর আগে, গত ১৩ জানুয়ারি তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে (কোটা বাদে) ২১১টি আসন খালি ছিল।
Discussion about this post