শিক্ষার আলো ডেস্ক
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বুয়েট থেকে স্নাতক শেষ করে তারা প্রত্যেকে এমআইটিতে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রির জন্য পাড়ি জমাবেন।
এমআইটিতে চান্স পাওয়া বুয়েটের তিন শিক্ষার্থী হলেন- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিশাত তাবাসসুম, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শ্বাশত সৌম্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল ইসলাম রিদুল।
এদের মধ্যে শাশ্বত সৌম্য বুয়েট থেকে স্নাতক শেষ করে নিজ বিভাগে লেকচারার হিসাবে কর্মরত রয়েছেন। সৌম্য নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
অন্যদিকে মাহমুদুল হাসান রিদুলও বুয়েটের কারিগরি সহযোগী হিসেবে যুক্ত রয়েছেন। তার গ্রামের বাড়ি রংপুরে। তিনি পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে।
এদিকে, বুয়েটের এ তিন শিক্ষার্থীর এমআইটিতে চান্স পাওয়ার সংবাদে দেশের শিক্ষাংগনে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এমআইটি বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিভাগগুলো সব সময়ই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম হয়। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির মানবিক অনুষদের বিভিন্ন বিষয়ও বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এসেছে। এখানে শিক্ষকতা করেন বিশ্বের নামকরা সব পণ্ডিত ও গবেষকরা।
Discussion about this post