শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রামে শিক্ষার্থীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি ) সকালে নগরের চারটি স্কুলে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে এই টিকাদান চলছে।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, সকাল ৯টা থেকে ১২ থেকে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকাদান চলছে। আজ ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
চট্টগ্রামে কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী রোড ও সার্সন রোড ক্যাম্পাস, কাতালগঞ্জের লিটল জুয়েলস স্কুল এবং নাসিরাবাদের সানশাইন স্কুল অ্যান্ড কলেজ। প্রথম দিন ৫ হাজার ৫৭৮ জনকে ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে।
এর আগে চট্টগ্রামে প্রায় পৌনে ৯ লাখ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া তালিকা অনুযায়ী এ টিকাদান চলছে।
Discussion about this post