তারিকুর রহমান খান
টুইটারে বিনিময় করা বার্তা বন্ধুদের পাশাপাশি অফিসের পরিচিত ব্যক্তিরাও দেখতে পান, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। সমস্যা সমাধানে নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে আলাদা গ্রুপ তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি। ‘ফ্লক’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করা যাবে। টুইটারে যত বন্ধুই থাকুক না কেন, আপনার পাঠানো টুইটগুলো কেবল গ্রুপের সদস্যরা দেখতে পারবেন। মন্তব্যও করতে পারবেন। তবে আপনি চাইলেই গ্রুপের বাইরে সবার কাছে টুইট পাঠাতে পারবেন।
গত বছরের জুলাই মাস থেকেই এ ধরনের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। নতুন এ সুবিধা চালু হলে সহজেই নিজের গ্রুপ তৈরি করা যাবে। এ জন্য টুইট পাঠানোর আগে বন্ধুর তালিকা দেখাবে টুইটার। তালিকায় থাকা ব্যক্তিদের নির্বাচন করলেই গ্রুপ তৈরি হয়ে যাবে। গ্রুপে নতুন বন্ধু যুক্ত করার পাশাপাশি চাইলে বাদও দিতে পারবেন। কাউকে তালিকা থেকে বাদ দিলে তাঁর কাছে কোনো নোটিফিকেশন বার্তা যাবে না। ফলে সামাজিক সম্পর্ক নষ্ট হবে না। আবার কেউ যদি আপনাকে নিজের তৈরি গ্রুপে যুক্ত করেন, তবে সেই ব্যক্তির টুইট বার্তার নিচে লেখা থাকবে ‘আপনি এই টুইটটি দেখতে পারছেন কারণ টুইটারকারী আপনাকে তাঁর ফ্লকে যোগ করেছেন।’
টুইটারের মুখপাত্র তাতিয়ানা ব্রিট জানান, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই। তবে এতটুকু বলতে পারি ‘ফ্লক’ ব্যবহারকারীদের আস্থা অর্জন করবে। টুইটার সব সময় ব্যবহারকারীদের যোগাযোগ পদ্ধতির উন্নয়নে কাজ করে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে প্রায় একই ধরনের ‘ইনভাইট অনলি’ সুবিধা চালু করেছিল টুইটার। কবে নাগাদ নতুন ফিচারটি চালু হবে, তা জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
সূত্র : দ্য ভার্জ
Discussion about this post