শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২২টি বিভাগ ও একটি ইনস্টিটিউটে প্রতি ২৫ শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রকাশিত ৪৭তম বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। আন্তর্জাতিক মান অনুসারে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত হতে হবে ১: ২০ ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬টি বিভাগ এবং দুইটি ইনস্টিটিউটে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এগুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। এরপরের অবস্থানে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ।
ইউজিসির প্রতিবেদনে আরও বলা হয়, জবিতে ম্যানেজমেন্ট বিভাগে ছাত্র ৬৩৪ ও ছাত্রী ৪৩৩ জন। এই বিভাগে মোট শিক্ষার্থী রয়েছেন এক হাজার ৬৭ জন। বিপরীতে পাঠদানে নিয়োজিত মাত্র ২৪ জন শিক্ষক। সে হিসাবে বিভাগটিতে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১:৪৪। অর্থাৎ প্রতি ৪৪ জন শিক্ষার্থীর জন্য বিভাগটিতে শিক্ষক রয়েছেন মাত্র একজন। যা বিশ্বব্যাপী প্রচলিত শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের মানদণ্ডের ধারে-কাছেও নেই।
ম্যানেজমেন্ট বিভাগের পরের অবস্থানে রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। এই বিভাগে এক হাজার ১০৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ২৭ জন। বিভাগটিতে ৪১ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে পিছিয়ে থাকার দিক থেকে তৃতীয় অবস্থানে যৌথভাবে আইন ও ফিন্যান্স বিভাগ। এই দুই বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের গড় অনুপাত ১:৩৯, অর্থাৎ প্রতি ৩৯ শিক্ষার্থীর বিপরীতে এই দুই বিভাগে শিক্ষক রয়েছেন একজন।
এছাড়া যেসব বিভাগে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই সেগুলো হলো- বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, মার্কেটিং, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ভূমি ব্যবস্থাপনা ও আইন, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিভাগ। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটেও শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই।
তবে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। এই বিভাগে ২১১ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন ২০ জন শিক্ষক, অর্থাৎ প্রতি ১১ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক রয়েছেন।
ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জবিতে মোট ১৭ হাজার ৩৮ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ৬৯৫ জন। অর্থাৎ প্রতি ২৫ জন শিক্ষার্থীর বিপরীতে এখানে একজন করে শিক্ষক আছেন।
এর মধ্যে আবার বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে একটা অংশ দীর্ঘ সময় ছুটিতে থাকেন। এতে করে সেশন জট, ক্লাস না হওয়াসহ ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এতে মানসম্পন্ন পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়ে। ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম।
Discussion about this post