খেলাধূলা ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আজ বুধবার ভোরে কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় মেসিহীন আর্জেন্টিনা। এ জয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এই যাত্রা শুরু হয়েছিল।
ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির জন্য লিওনেল মেসিকে বাইরে রেখেই এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। তবে এর প্রভাব পড়েনি দলে, বরং বৃদ্ধি পাচ্ছে টানা জয়ের রেকর্ড। এই জয়ের মধ্য দিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বৃদ্ধি করে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সে সঙ্গে বিশ্বকাপে খেলার পথে কলম্বিয়ার বিপদ বাড়িয়ে দিলো লা আলবেসেলেস্তারা।
এদিন, দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। ২৯তম মিনিটে এই একটি মাত্র গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ৬ ম্যাচে কোনো গোলেরই দেখা পায়নি কলম্বিয়া। আর্জেন্টিনার বিপক্ষেও পেলো না। যদিও অন্যবারের তুলনায় এই ম্যাচে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে আর্জেন্টিনার বেশ বেগই পেতে হয়েছে।
প্রথমার্ধের একেবারে শেষে সমতায় ফিরতে পারতো কলম্বিয়া। মিগুয়েল বোরহার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। ঠিক সময়ে এগিয়ে গিয়ে শট নেওয়ার জায়গা ছোট করে দেন এমিলিয়ানো মার্তিনেস, তার সোজাসুজি মেরে বসেন বোরহা। তারপরও সুযোগ ছিল, কিন্তু দ্বিতীয় দফায় লুইস দিয়াসের শট রক্ষণে প্রতিহত হয়।
বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে চেষ্টা করেন দি মারিয়া। তার বুলেট গতির শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কামিলো ভারগাস।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে এই অঞ্চলে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তিন নম্বরে একুয়েডর। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উরুগুয়ে।
Discussion about this post