শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন একটি বিজ্ঞানভবন ও সড়কের নামকরণ করা হবে। সেই সঙ্গে হিমেলের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রাবি ভিসি বলেন, নতুন বিজ্ঞানভবন হচ্ছে আমরা সেটাকে শহীদ হিমেল বিজ্ঞান ভবন নামে নামকরণ করবো। আর যে সড়কে সে মারা গেছে তার নামকরণও হিমেলের নামে হবে। আমি ৫০ বছর ধরে এই ক্যাম্পাসে আছি। তোমরা আছো ৪-৫ বছর ধরে। তাই, আমি তোমাদের সাথে রেখেই সব কাজ করব। এসময় চারুকলা অনুষদে যাতায়াতের রাস্তায় যে রেলক্রসিং সেটি নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবছে বলে জানান উপাচার্য।
তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রক্টরের মাধ্যমে বহিরাগতদের ক্যাম্পাস থেকে উচ্ছেদ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও অনুরোধ করেন তারা যেন নেশা বা অন্যান্য অপরাধের সাথে জড়িতদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেয়।
রাবি উপাচার্য বলেন, আমরা হিমেলের মা এবং মামার সঙ্গে যোগাযোগ রাখছি। তার পরিবারের চিকিৎসা ও জীবন চলার জন্য যত অর্থ প্রয়োজন তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে হিমেলের মায়ের একাউন্টে প্রতিমাসে যেন অন্তত ৩০-৩৫ হাজার টাকা জমা হয় সে ব্যবস্থা করছি।হিমেলের পরিবারের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।ভুক্তভোগী পরিবারটিকে ধাপে ধাপে আরও সহযোগিতা করা হবে। হিমেলের মায়ের আজীবন চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। এছাড়া আহত ছাত্রের চিকিৎসার সব খরচও বিশ্ববিদ্যালয় দেবে।
তিনি বলেন, আমি তো আর আমার ছেলেকে ফেরত আনতে পারবো না। কিন্তু আমরা তার পরিবারের ক্ষতিপূরণসহ শিক্ষার্থীরা অন্যান্য যেসব দাবি জানিয়েছে সেগুলোর ব্যাপারে সহমত পোষণ করছি। তাদের প্রত্যেকটি দাবিই পূরণ করা হবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে নিহতের বোনকে চাকরি দিতে হবে, ঠিকাদারি প্রতিষ্ঠান পাল্টাতে হবে, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করতে হবে।
Discussion about this post