নিজস্ব প্রতিবেদক
আগামী ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহ শিক্ষাপতিষ্ঠানের ছুটি বাড়ছে । করোনা সংক্রমণের কারণে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে একথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।
করোনার সংক্রমণ বাড়ায় এর আগে ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আরও দুই সপ্তাহ চলবে।পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ১৪ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস ও পরীক্ষা চালিয়ে নিচ্ছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
জানুয়ারি থেকে বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এর ফলে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ আজ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। পরে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথমে স্কুল কলেজ, পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।
করোনার সংক্রমণ বাড়ায় গত বছরের ১৩ ডিসেম্বর ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post